unsocial
Rifat Hasan UnSOCIAL
We must discuss injustice not out of sympathy for the afflicted, but because injustice is a prison for both the oppressed and the oppressor.
§

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণকে জিগেশ করছেন, আপনারা কি গণভোট, সনদ এসব বোঝেন? হা হা। জনগণ যে এইসব বোঝেন না, তা অবশ্য সত্যিই। ফলে, ফখরুল তাদেরকে বুঝাচ্ছেন, ঘাড়ের ওপর তাদের না বুঝা গণভোট ও সনদ চাপিয়ে দেওয়া হচ্ছে। মির্জা ফখরুল প্রবীণ ও সৌম্য বিএনপি নেতা, নিশ্চয় জ্ঞানীও, উনাদেরে এই প্রশ্ন করা দরকার যে, উনারা কি ফ্যাসিবাদের দিনগুলোতে 'গণঅভ্যুত্থান' বুঝতেন? বুঝাবুঝির প্রশ্ন তোলা তো কিছুটা অভব্যতাই। কিন্তু আমার এই প্রশ্ন ব্যক্তিগত বুঝাবুঝির ব্যাপার না, রাজনৈতিক। ফ্যাসিবাদের দিনগুলোতে উনারা যে গণঅভ্যুত্থান বুঝতেন, আমাদের কাছে তার কোন নজির হাজির নেই এখনো। এই জায়গা থেকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই সরলোক্তিটা গুরুত্বপূর্ণ। এই সরলোক্তি বলে, এই অবুঝ ও অনিচ্ছুক নেতাদের উপরে গণঅভ্যুত্থানও চাপিয়ে দেওয়া হয়েছে। এইটা জুলুম ছিল।

(2) have comments!

November 12, 2025

38 readers till now, 38 new visits today.
click to comment


মোহাম্মদ রকি মেরাজ's avatar
মোহাম্মদ রকি মেরাজ November 12, 2025

গুরুতর অভিযোগ হলো রাজনীতিবীদরা জনগণ কে এড়িয়ে যাওয়ার জন্য তাদের রাজনৈতিক কাজে অযথা ইংরেজি শব্দ ব্যাবহার করছে। রাজনীতিবীদের হঠাৎ ইংরেজ হয়ে ওঠার গন্তব্য কি? বাংলাদেশের গরীব মানুষ তো আর এত কঠিন কঠিন ইংরেজি শব্দ বুঝে না....

ইবনে শামস's avatar
ইবনে শামস November 12, 2025 (Guest)

❤️

Tags

  • No recent tags found.