স্রেফ একটা নির্বাচনি জোট হইয়া ওঠার সংগ্রাম গণঅভ্যুত্থানের নেতা নাহিদদের জন্য বেশ নাজুক সংগ্রামই। নতুন বাংলাদেশের এথিকাল অথরিটি হইয়া ওঠার চাইতে তারা যদি এই পথই বেছে নেয় শেষমেষ, তারা ইতিহাসের ভেতর থেকে উঠে এসে ইতিহাসেই মিশে যাওয়ার সাধনা করছে। নাহিদরা ইতিহাসের সন্তান। সাবজেক্ট নয়, ইতিহাসকে শাসন করেই রাজনীতিতে এসেছে ওরা। এইটা কি নাহিদরা ধীরে ধীরে ভুলে যেতে থাকবে?
#রিফাতহাসান #আনসোশালেও প্রকাশিত।
Be the first to comment!