আবুল সরকারের একটা গান, শেথ হাসিনার প্রশংসা কইরা, নতুনভাবে প্রচার হচ্ছে। সম্ভবত, এই প্রচারের উদ্দেশ্য, তার গ্রেফতাররে নায্যতা দেওয়া। তাহলে আরো গভীর প্রশ্ন করতে পারতে হবে। বাংলাদেশের কবি সাহিত্যিক শিল্পীদের বড় একটা অংশই হাসিনার সুবিধাভোগি ও দালাল ছিল। প্রশংসা কইরা এন্তার লেখালেখি করেছেন, গান আর নাচনকুদন করেছেন, সাধারণত যেটা হয়। এদের কেউ তওবা করেছেন শুনি নাই। আবুল সরকারকে আমি চিনি না। কিন্তু, শেখ হাসিনারে লইয়া এই যে যারা গান কবিতা লিখেছেন, তাদের সবাইরে কি আপনি গ্রেফতার করতে চান? কোন আইনে চান?
#রিফাতহাসান #ফেসবুকেও প্রকাশিত।
Be the first to comment!