খেয়াল করেন, 'লকডাউন' 'শাটডাউন' এইসব কিন্তু জুলাই বিপ্লবের শব্দ। আওয়ামীলীগের রাজনীতি তো বাংলাদেশে নেই হয়ে গেছে শেখ হাসিনার একমেবাদ্বিতীয়ম নেতৃত্ব এবং জুলাই বিপ্লবের মাধ্যমে। এই মুহূর্তে এরা আবার ছাত্রদের ভোকাবুলারি নিয়ে প্রাসঙ্গিক হবার, ফিরে আসার চেষ্টা করছে আবার। ভাবেন, এরাও, পুরনো ভাষা থিকা বেরুনোর হুঁশে আসছে ধীরে। এইটা, সম্ভবত, ভালই।
Be the first to comment!