গণভোট নির্বাচনের দিন হওয়া একটা ফাঁদ। জাতীয় নির্বাচন এক্সক্লুসিভলি নির্বাচন কমিশনের এখতিয়ারের ব্যাপার হলেও, গণভোট রাজনৈতিক সিদ্ধান্ত। এই রাজনৈতিক সিদ্ধান্তরে নির্বাচন কমিশনের ফাঁদে রাইখা সামনে আগানো মানে, গণভোট, সাথে জুলাই সনদেরও একটা অনিশ্চিত গন্তব্য ঠিক কইরা দেওয়া, যা একটা বড় বিপদ তৈরী করবে। ইউনৃসের এই সিদ্ধান্ত একটা খারাপ ঘটনা হইল।
test
good!